মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি (৮ ঘন্টা) প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত (২৯৭১৫ টাকা)

    0
    399

    মালয়েশিয়ায় প্রবাসী শ্রমিকদের ন্যূনতম মজুরি (৮ ঘন্টা) প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত (২৯৭১৫ টাকা) মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারন করে গেজেট প্রকাশ করেছে দেশটির সরকার। আগামী ১ মে থেকে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত (২৯৭১৫ টাকা) নির্ধারণ করা হয়েছে। ২৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান।ন্যূনতম মজুরির আদেশ ফেডারেল গভর্নমেন্ট গেজেটে প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার (২৮ এপ্রিল) অ্যাটর্নি-জেনারেল চেম্বার্সের অফিসিয়াল ওয়েবসাইটে জানানো হয়েছে।এতে বলা হয়েছে, অনুচ্ছেদ ৪ (১) এর অধীনে, একজন কর্মচারী যাকে মৌলিক মজুরি দেওয়া হয় না তবে পিস রেট, টনেজ, টাস্ক, ট্রিপ বা কমিশনের ভিত্তিতে দেওয়া হয়, ১ মে, ২০২২ থেকে প্রত্যেক কর্মচারীকে প্রদেয় মাসিক মজুরি হার ১৫০০ রিঙ্গিতের কম দেওয়া যাবে না।ছয় কার্যদিবসের জন্য, কর্মচারীকে প্রতিদিন ৫৭.৬৯, রিঙ্গিত, পাঁচ কার্যদিবসের জন্য ৬৯.২৩ রিঙ্গিত একটি দিন ও ৭.২১ রিঙ্গিত প্রতি ঘণ্টার হারের সমান চারদিন কাজ করার জন্য ৮৬.৫৪ রিঙ্গিত দিতে হবে।ন্যাশনাল ওয়েজ কনসালটেটিভ কাউন্সিল অ্যাক্ট ২০১১, ন্যূনতম মজুরি আদেশ ২০২২ শিরোনামের গেজেট অনুসারে এই অনুচ্ছেদটি একজন নিয়োগকর্তা দ্বারা নিযুক্ত একজন কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য হবে যিনি পাঁচ বা ততোধিক কর্মচারী নিয়োগ করেন।এদিকে, ১ মে থেকে ৩১ ডিসেম্বর সময়ের জন্য কর্মসংস্থানের স্থান অনুযায়ী বেতনপ্রাপ্ত একজন কর্মচারীর ক্ষেত্রে, সিটি কাউন্সিল বা মিউনিসিপ্যাল কাউন্সিল এলাকায় মাসিক মজুরি ১,২০০ রিঙ্গিত ও সিটি কাউন্সিল ব্যতীত অন্য এলাকার জন্য ১,১০০ রিঙ্গিত পৌরসভা এলাকা।এর সঙ্গে, ন্যূনতম মজুরি আদেশ ২০২০ এখন প্রত্যাহার করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী, ইসমাইল সাবরি ইয়াকোব ১ মে থেকে শুরু করে দেশব্যাপী প্রতি মাসে ১,৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন। এমআরএম/জেআইএম

    LEAVE A REPLY